ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু, মেয়ে-মা আহত

আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু, মেয়ে-মা আহত

প্রতীকী ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৯:১০ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৯:১২

নাটোরের লালপুরে আগুনে পুড়ে শাহনাজ বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২ জন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত শাহনাজ বেগম নওয়াপাড়া গ্রামের রমজান আলীর স্ত্রী। আহত শিশু মাইসা ও ইয়াতুন বেগমের অবস্থা গুরুত্বর হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

স্থানীয়রা জানান, নওয়াপাড়া গ্রামে একটি টিনের ঘরে মা মেয়ে ও নাতী নিয়ে বসবাস করতেন ইয়াতুন বেগম। সেই ঘরেই হয় রান্না-বান্না। মঙ্গলবার রাত ৯টার দিকে ওই ঘরে শাহনাজ বেগম চুলায় ভাত রান্না করছিলেন। হঠাৎ করে চুলা থেকে ঘরে আগুন লাগে। আগুনে শাহনাজ বেগম দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মেয়েকে রক্ষা করতে গিয়ে মা ইয়াতুন বেগম ও মেয়ে মাইশা আগুনে পুড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা ইয়াতুন ও মাইশাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ছাব্বির আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগুনে পুড়ে শাহনাজ বেগমর মৃত্যু হয়েছে।

লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আপত্তি না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন