দুই শিশুসহ নদীতে ভাসছিল মায়ের লাশ

নদী তীরে উৎসুক জনতার ভিড়। ছবি: সমকাল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:০৭ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:২১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদী থেকে দুই সন্তানসহ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে তীরনই নদীর মিনি কক্সবাজার পশ্চিম ঘাট থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত নারীর নাম নাছিমা বেগম (৪০)। তিনি কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। মৃত দুই ছেলের নাম শাওন (৮) ও সিফাত (৪)।
কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান জানান, মঙ্গলবার নাছিমা দুই বাচ্চাসহ মাঠে গরু চরাতে যান। এ সময় নদীর পাশের মাঠে দুই ছেলে খেলছিল। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। আজ সকালে নদীতে তাদের লাশ ভেসে ওঠে।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
- বিষয় :
- ঠাকুরগাঁও
- শিশু মৃত্যু
- পানিতে ডুবে মৃত্যু