ঢাকা শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

অগ্নিকাণ্ডের আগে হলরুমে নাচছিলেন বর-কনে

অগ্নিকাণ্ডের আগে হলরুমে নাচছিলেন বর-কনে

ছবি: আল-জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:৫০ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:১৭

ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে বর-কনে দুজনই মারা গেছেন। আগুন লাগার আগে হলরুমে বর-কনে দুজনেই নাচছিলেন বলে জানিয়েছেন বেঁচে ফেরা এক ব্যক্তি।

তিনি বলেন, আতশবাজি যখন ছাদে উঠতে শুরু করে তখনও হলরুমে সবাই আনন্দ করছিলেন। বর-কনে দুইজনেই ‘স্লো ড্যান্স’ করছিলেন। হঠাৎ করেই পুরো হলরুমটি আগুনে ঘিরে ধরে। খবর বিবিসির 

১৭ বছর বয়সী রায়না ওয়াড আরও বলেন, ‘এরপর থেকে আমরা আর কিছুই দেখতে পাইনি। দম বন্ধ হয়ে এসেছে সবার।’

আমরা সবাই শ্বাসকষ্টে ভুগছিলাম, আমরা জানতামও না কীভাবে আমরা এখান থেকে বের হবো, বলেন তিনি। 

এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক।

ইরাকের আইএনএ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, নিনেভেহ প্রদেশের হামদানিয়াহ জেলার একটি হলরুমে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। রাজধানী বাগদাদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং উত্তরাঞ্চলের অন্যতম বড় শহর মসুলের পাশে এই হামদানিয়াহ জেলার অবস্থান।

আরও পড়ুন