দেড় যুগ পর কমিটি পেল ইটনা উপজেলা ছাত্রলীগ

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২:০৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২:০৯
দেড় যুগ পর কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিলনায়তনে এক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
ইটনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে সম্রাট রিংকু এবং সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ মিঠুনকে নির্বাচিত করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ওবায়দুর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আল আমিন হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক রিফাত সানি এবং সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন।
- বিষয় :
- ছাত্রলীগ
- কমিটি ঘোষণা
- ঢাকা
- কিশোরগঞ্জ
- ইটনা