লালপুরে ঘরে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু

ছবি: প্রতীকী
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:০৫ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:০৫
লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে ঘরে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃতরা হলেন শাহনাজ বেগম (৪০) ও তাঁর ৮ বছরের মেয়ে মাইশা।
গ্রামের পদ্মা নদীর পাড়ে একটি টিনের ঘরে বুদ্ধিপ্রতিবন্ধী বিধবা মেয়ে শাহনাজ বেগম ও নাতনি মাইশাকে নিয়ে থাকতেন ষাটোর্ধ্ব ইয়াতুন বেগম। প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ ঘরে খড়ির চুলায় রান্না শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। পরে আগুনের উত্তাপ পেয়ে ঘরের বাইরে এসে ইয়াতুন বেগম চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে লালপুর ফায়ার সার্ভিসে ফোন করেন ও আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়েন। এর মধ্যেই ঘরে ঘুমের মধ্যে দগ্ধ হয়ে মারা যান শাহনাজ বেগম। এ সময় ইয়াতুন ঘরের মধ্যে ঢুকে নাতনি মাইশাকে উদ্ধার করে আনেন। পরে এলাকাবাসী দগ্ধ ইয়াতুন ও মাইশাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার ভোরে মাইশার মৃত্যু হয়।
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ছাব্বির আহম্মেদ বলেন, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।