ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

রাজশাহীতে জামায়াতের ঝটিকা মিছিল

রাজশাহীতে জামায়াতের ঝটিকা মিছিল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৩৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৩৯

রাজশাহীতে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে নগরীর নিউমার্কেট এলাকায় এ ঝটিকা মিছিল করে তারা।

এ সময় তারা সংক্ষিপ্ত সমাবেশও করে। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াত আমিরসহ রাজনৈতিক নেতাকর্মী, আলেমদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল’ শিরোনামে একটি ব্যানার হাতে জামায়াত নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এ মিছিলটি কাদিরগঞ্জ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় পুলিশ আসতে দেখে জামায়াত নেতাকর্মীরা পালিয়ে যায়।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, এক থেকে দুই মিনিটের মধ্যে ঝটিকা মিছিলটি বের করা হয়। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।

আরও পড়ুন