ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪৮ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪৮

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে মোবাশ্বেরা বেগম রানী (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সিডিএ ১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোবাশ্বেরা ফেনী সুধারাম থানার প্রয়াত মো. ইসমাইলের স্ত্রী।

চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, বুধবার দুপুরের দিকে ওই মহিলা রেললাইনের ওপর বসে ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিপরীত দিকে দিয়ে আসতে দেখেও তিনি রেললাইনের ওপর থেকে সরে আসেন নি। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এএসআই ফারুক আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।

আরও পড়ুন