ঢাকা সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

বরিশালে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

বরিশালে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:২৮ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:২৮

বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকরা ১ নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া এলাকার মামুন চৌধুরীর বাড়িতে বালু দিয়ে পুকুর ভরাটের কাজ করছিলেন। বালুবাহী ট্রাক ঘোরানোর সময় তারা চাপা পড়েন।

নিহতরা হলেন, মোহাম্মদ ইউনুস (৫০) ও মোহাম্মদ হাবিব (৩৫)। 

স্থানীয়রা জানান, বালুবাহী ট্রাকের (বরিশাল মেট্রো-ড -১১-০১০৯) চাকার নিচের বালু সরানোর সময় তারা চাপা পড়েন। চালক অসাবধানতাবশত ট্রাক পেছনের দিকে টান দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। 

খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় রাত একটার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। 

 কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে শেবাচিমের মর্গে পাঠিয়েছি। 

এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক পালিয়েছেন।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যায়। এয়ার লিফটিং ব্যাগের সাহায্যে বালুবাহী ট্রাকের চাকার নিচে চাপা পড়া মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, ট্রাক চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটেছে। এছাড়া আলো ও নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ছিল। 

আরও পড়ুন