আক্কেলপুরের সেই ইউএনওকে ওএসডি

আরিফুল ইসলাম
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:১৮ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:১৮
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। কর্মস্থলে যোগদানের ২৫ দিনের মাথায় বৃহস্পতিবার তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়।
দিনাজপুরের একটি কলেজের শিক্ষিকা আরিফুল ইসলামকে স্বামী দাবি করে ‘স্ত্রীর মর্যাদা’ চেয়ে বুধবার বিকেলে আক্কেলপুরে সড়কে অবস্থান নেন। এ ঘটনার পর তাঁকে প্রত্যাহার করে নেওয়া হলো। আরিফুল ইসলাম নওগাঁর ধামুইরহাটের ইউএনও ছিলেন।
এ বিষয়ে জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, আক্কেলপুরের ইউএনও আরিফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এখানে মনজুরুল আলমকে ইউএনও হিসেবে বদলি করে আনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ওই শিক্ষিকা উপজেলা পরিষদে যান। তিনি আরিফুল ইসলামের কক্ষে ঢুকতে চাইলে ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাঁকে বাধা দেন। পরে ওই নারী উপজেলা পরিষদের সামনের সড়কে সন্তান কোলে নিয়ে অবস্থান করেন।
তিনি জানান, আরিফুল ইসলাম তাঁর দ্বিতীয় স্বামী। কোলে থাকা শিশু আরিফুলের সন্তান। ‘স্ত্রীর মর্যাদা’ পেতে তিনি সড়কে বসেছেন।
ওই নারী বলেন, আরিফুল ইসলাম আগে দিনাজপুর সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। একটি জমি খারিজ করতে গিয়ে সেখানে আরিফুলের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।
তবে এ দাবি অস্বীকার করেছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আমাকে ব্ল্যাকমেল করে ট্র্যাপে ফেলে বিয়ে করানো হয়েছিল। দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়েছি। এটি জানার পর পরিকল্পিতভাবে আমার সম্মানহানি করা হয়েছে।’