ঢাকা সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

শিশুকে পিটিয়ে হত্যা

শ্রীপুরে মায়ের মামলায় গ্রেপ্তার বাবা-চাচা

শ্রীপুরে মায়ের মামলায় গ্রেপ্তার বাবা-চাচা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

জমি-সংক্রান্ত বিরোধ মীমাংসায় সালিশের মাঝেই প্রতিপক্ষকে ফাঁসাতে মায়ের কোলে থাকা দুই বছরের শিশু ফাতিহা আক্তারকে পিটিয়ে হত্যা করা হয়। বুধবার গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামে নিহত হয় শিশুটি। এ ঘটনায় বৃহস্পতিবার তার মা কুলসুম বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে আসামি করা হয়েছে কুলসুমের স্বামী আব্দুস সাত্তার, দেবর মুক্তার শেখ ও একই এলাকার ফরহাদ শেখকে। শিশুটির বাবা সাত্তার ও চাচা মুক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বিবরণে কুলসুম উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাঁর শ্বশুর পক্ষের সঙ্গে প্রতবেশীদের জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়েছে। গত বুধবার সকালে স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুস সামাদের নেতৃত্বে আবারও সালিশ বসে। এক পর্যায়ে মাতবর ফালুন মৃধা কুলসুমের দেবরের গায়ে হাত তোলেন। এতে হট্টগোল শুরু হয়। শব্দ শুনে তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। এ সময় ফরহাদ শেখ কাঠ দিয়ে তাঁকে আঘাত করে। পরে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকে।

এ সময় কুলসুমের স্বামী সাত্তার তাঁর ভাই মুক্তারকে বলেন যে, তাঁকে (কুলসুম) মেরে প্রতিপক্ষকে ফাঁসাতে হবে। এর পরই মুক্তার কুলসুমকে মারধর শুরু করে। এ সময় কুলসুমের মাথা ফেটে যায়। এক পর্যায়ে হামলাকারীরা তাঁর কোলে থাকা শিশু ফাতিহার মাথায় আঘাত করতে থাকে। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয় লোকজন শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মায়ের কোলে থাকা শিশুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তা দেখে পুলিশ মুক্তারকে আটক করে। পরে শিশুটি বাবা সাত্তারকেও আটক করা হয়। কুলসুমের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, দু’জনকে গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন