ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

কুমিল্লায় পিস্তল গুলিসহ তরুণী গ্রেপ্তার

কুমিল্লায় পিস্তল গুলিসহ তরুণী গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:১৭ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:১৭

কুমিল্লায় মাদকদ্রব্য উদ্ধারের জন্য অভিযানে গিয়ে ঘরের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ সেতারা আক্তার (২৪) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে শহরের দৌলতপুর ছায়াবিতান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সেতারা আক্তার দৌলতপুর ছায়াবিতান এলাকার হানিফ মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের জন্য শুক্রবার বিকেলে কুমিল্লা শহরের দৌলতপুর ছায়াবিতান এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন সেতারা আক্তারের ঘরে তল্লাশি করার সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় সেতারা আক্তারকে গ্রেপ্তার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে সেতারার ভাই মো. দাউদ (৩০) পালিয়ে গেছেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। সেতারা আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন