ঢাকা সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

যে কোনো সময় সরকারের বিদায়ী সাইরেন: নোমান

যে কোনো সময় সরকারের বিদায়ী সাইরেন: নোমান

নগরীর পাহাড়তলী সাগরিকা স্কয়ারসংলগ্ন মাঠের সমাবেশে বক্তব্য দেন আবদুল্লাহ আল নোমান। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৯:০১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৯:০১

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, আওয়ামী লীগ সরকার সারাবিশ্বে বন্ধুহীন ও একঘরে হয়ে পড়েছে। তাদের কেউ বন্ধু হিসেবে চায় না। সরকারের অপকর্মের খেসারত দিতে হচ্ছে জনগণকে। সরকার এখন লাইফ সাপোর্টে, যে কোনো সময় বিদায়ী সাইরেন বেজে উঠবে।

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাগরিকা স্কয়ারসংলগ্ন মাঠে পাহাড়তলী থানা বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে বিএনপির ঘোষিত রোডমার্চ কর্মসূচির সমর্থনে এ সমাবেশের আয়োজন করা হয়।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ভোট কারচুপিতে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে উল্লেখ করে নোমান বলেন, কেউ আবেদন করলে গিনেস বুক কর্তৃপক্ষ আশা করি স্বীকৃতি দেবে।

তিনি বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে সরকারের পদত্যাগের এক দফা দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। বিএনপি এখন বিজয়ের দ্বারপ্রান্তে। কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত করে ক্ষমতা প্রলম্বিত করার সুযোগ আওয়ামী লীগ পাবে না। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

পাহাড়তলী থানা বিএনপির সভাপতি হাজী বাবুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জিয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

আরও পড়ুন