ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চ আজ

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চ আজ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ২১:৪৩

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চ আজ রোববার। দুই হাজারের বেশি গাড়ি নিয়ে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে রোডমার্চ। পথে পাঁচ স্থানে হবে সমাবেশ। এ ছাড়া বিভিন্ন স্থানে অপেক্ষমাণ নেতাকর্মীর সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় নেতারা। কর্মসূচি সফল করতে ব্যাপক প্রচার চালানো হয়েছে।

রোডমার্চে যোগ দিতে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীর ওপর হামলা হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে কর্মসূচিকে কেন্দ্র করে গ্রেপ্তার অভিযান ও নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে। শনিবার রোডমার্চের প্রস্তুতি সম্পর্কে জানাতে ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এই রোডমার্চ হবে। এতে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের নেতাকর্মীরা অংশ নেবেন। দুই হাজারের বেশি গাড়ির বহরে ১৫ হাজারের মতো নেতাকর্মী থাকবেন। তারা কিশোরগঞ্জ পৌঁছবেন বিকেল ৪টায়। সেখানে শহরতলির লতিফাবাদ বালুর মাঠে তৈরি করা হয়েছে সভা মঞ্চ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রোডমার্চ বাস্তবায়নের সমন্বয়কারী সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বগারবাজার এলাকায় সকাল সাড়ে ৯টায় গণসমাবেশ শেষে রোডমার্চের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপভ্যান ও মোটরসাইকেলসহ ২ হাজারের বেশি গাড়ি নিয়ে অগ্রসর হয়ে ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় সাড়ে ১০টায়, চায়না মোড়ে সাড়ে ১১টায়, ঈশ্বরগঞ্জে দুপুর ১টায় সমাবেশ হবে। ১১৪ কিলোমিটার যাত্রাপথে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি বগারবাজার ও চুরখাই বাজারে, মহানগর বিএনপি চায়না মোড়, উত্তর জেলা বিএনপি ঈশ্বরগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি কিশোরগঞ্জ বাইপাসে লতিফাবাদে গণসমাবেশের আয়োজন করবে। জামালপুর জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন ময়মনসিংহ শহর বাইপাস, শেরপুর জেলা বিএনপি শম্ভুগঞ্জ বাজার, নেত্রকোনা জেলা বিএনপি নেতাকর্মীরা নান্দাইল চৌরাস্তায় অবস্থান করে রোডমার্চে অংশ নেবেন। প্রতিটি গণসমাবেশ শেষে এবং বাজার ও মোড় থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজস্ব যানবাহন নিয়ে গাড়িবহরে যোগ দেবেন। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান রোডমার্চে নেতৃত্ব দেবেন।

প্রিন্স বলেন, শুধু ময়মনসিংহ জেলাতেই ১ সেপ্টেম্বরের পর থেকে গত শুক্রবার পর্যন্ত মিথ্যা ও গায়েবি ২২টি মামলায় ২৬২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হালুয়াঘাট-ধোবাউড়াতে ১৫ দিনে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ বক্তব্য দেন।

এদিকে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা বলেছেন, রোডমার্চের জন্য অফিসিয়ালি কোনো অনুমতি দেওয়া হয়নি। তবে শান্তিপূর্ণভাবে যেন কর্মসূচি পালন করা হয়। গ্রেপ্তার অভিযান সম্পর্কে বলেন, যারা অপরাধী বা মামলার আসামি তাদের গ্রেপ্তার করা হবেই। গায়েবি মামলা বলে কিছু নেই, ঘটনা ঘটলে মামলা হয়েছে।

আরও পড়ুন