ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

ময়মনসিংহে আওয়ামী লীগের সমাবেশ আজ

ময়মনসিংহে আওয়ামী লীগের সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ময়মনসিংহে রোববার দলের সমাবেশ হবে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বেলা ৩টায় নগরীর টাউন হলে ভাষাসংগ্রামী শামছুল হক মঞ্চে সমাবেশের আয়োজন করা হয়েছে। শুক্রবার এই সমাবেশ হওয়ার কথা ছিল।
এদিকে আজ বিএনপির ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চ কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে– এমন আশঙ্কা করছেন অনেকে।

তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, আওয়ামী লীগ শহরের ভেতর সমাবেশ করবে।

বিএনপি রোডমার্চ নিয়ে শহরে প্রবেশ করবে না। তাই কোনো ঝামেলা হওয়ার আশঙ্কা নেই।

আরও পড়ুন