ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

ভাড়ায় অটোরিকশা নিয়ে চালককে কুপিয়ে হত্যা

ভাড়ায় অটোরিকশা নিয়ে চালককে কুপিয়ে হত্যা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩ | ১৯:১৯ | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ | ১৯:১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তরা স্বপন সরদার (৫০) নামের এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে। রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় তাঁর লাশ পাওয়া যায়। শনিবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মোবাইল ফোনে তাঁকে ডেকে ভাড়ায় নিয়ে যায় বলে পারিবারিক সূত্র জানিয়েছে। স্বপনের অটোরিকশাটিরও সন্ধান মেলেনি।

স্বপন সরদারের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ঈদগাহ গ্রামে। তাঁর বাবার নাম রাজ্জাক সরদার। পরিবার নিয়ে স্বপন রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ বউবাজারে থাকতেন। ওই এলাকায় তারা ২০ বছর ধরে থাকেন বলে জানান তাঁর বড় ছেলে নাজমুল ইসলাম। 

তিনি বলেন, বাবা প্রতিদিন নাগেরবাগ বউবাজার এলাকা থেকে গাউছিয়া পর্যন্ত অটোরিকশা চালান। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এক ব্যক্তি মোবাইল ফোনে কল করে ভাড়ায় নিয়ে যান রিকশাটি। নির্দিষ্ট সময়েও স্বপন বাড়ি ফেরেননি। এতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

রোববার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখায় লাশ পড়ে থাকার সংবাদ পান নাজমুল। তারা সেখানে গিয়ে স্বপনকে শনাক্ত করেন।

ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের কাছ সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে তাদের ধারণা, রাতের কোনো সময় অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর লাশ ফেলে যায়। এ বিষয়ে মামলা করবে পরিবার।



আরও পড়ুন