ঢাকা সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ

বিএনপির ২৫ নেতাকর্মী কারাগারে

বিএনপির ২৫ নেতাকর্মী কারাগারে

ফাইল ছবি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ১৬:০৯ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ১৬:০৯

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় এ রায় দেন। 

গত সোমবার উপজেলা বিএনপির ৩৭ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এরমধ্যে বিচারক উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকারসহ ২৫ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে গত ৩০ সেপ্টেম্বর পূর্ব ঘোষিত কর্মসূচি চলছিল। এ সময় ফুলবাড়ী তিনকোনা মোড়ে বিএনপির সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীর সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব আলী বাদী হয়ে বিএনপির ৪০ নেতাকর্মীর নামে এবং অজ্ঞাত আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা করেন। 

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল জানান, সোমবার ৩৭ জন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত ১২ জনের জামিন আবেদন মঞ্জুর করে ২৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন