হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ

দাউদকান্দিতে অটোরিকশাচালক শফিউল্লাহ হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী সমকাল
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪ | ০০:০৮
অটোরিকশাচালক শফিউল্লাহ হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। গতকাল সোমবার মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডে এ অবরোধ করা হয়। এতে কুমিল্লামুখী লেনের গৌরীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক এবং হাইওয়ে থানার ওসি মো. শাহীনূর ঘটনাস্থলে যান। তাদের আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান। হাইওয়ে থানার ওসি বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করতে একাধিক দল কাজ করছে।
এ সময় অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিহত চালকের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
জানা গেছে, ঈদের আগের দিন গত বুধবার রাতে নিখোঁজ হন উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের শফিউল্লাহ। এক দিন পর শুক্রবার সকালে গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা গ্রামের ডোবা থেকে তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য চোর সিন্ডিকেট তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে। হত্যাকারীদের শনাক্ত এবং অটোরিকশা উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করেছে।
- বিষয় :
- হত্যা