ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ফরিদপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষ, নিহত ১৩

ফরিদপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষ, নিহত ১৩

ছবি: সংগৃহীত

ফরিদপুর অফিস 

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪ | ০৮:৫৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ | ১৫:১৯

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষের ১৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে অ্যাবলুম ক্যাফেটেরিয়ার সামনে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ ষে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।

নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী, চালক ও হেলপার। ওই পিকআপে ১৫ জন যাত্রী ছিলেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×