ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

পুলিশের ঘুষিতে পরোয়ানাভুক্ত আসামি নিহত

পুলিশের ঘুষিতে পরোয়ানাভুক্ত আসামি নিহত

ফাইল ছবি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪ | ২০:৪৩ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ | ২০:৫১

সুনামগঞ্জের তাহিরপুরে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের কিল-ঘুষিতে রমিজ মিয়া (৬০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনাস্থলে থাকা তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন জানান, তাহিরপুর থানার এএসআই জিয়া উদ্দিন বুরুঙ্গাছড়া গ্রামে পরোয়ানাভুক্ত আসামি রমিজ মিয়াকে গ্রেপ্তার করেন। এসময় রমিজ পালানোর চেষ্টা করলে তাকে কিল-ঘুষি মারে পুলিশ। একপর্যায়ে তাকে নারিকেলের ডাগুয়া দিয়ে মাথায় আঘাত করলে তাৎক্ষণিক নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে এবং মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান রমিজ। এসময় নিহতের পরিবারের লোকজন পুলিশকে বলে, আপনাদের মানুষ, আপনারা নিয়ে যান। পরে এএসআই জিয়া উদ্দিন লাশ ফেলেই ঘটনাস্থল ত্যাগ করেন।

তাহিরপুর থানার এএসআই জিয়া উদ্দিন বলেন, তিনি আসামি ধরতে গেলে ঘটনাস্থল থেকে রমিজ মিয়া পালিয়ে যায়। এর পর তিনি থানায় চলে আসেন। 

তাহিরপুর থানার ওসি মো. নজিম উদ্দিন বলেন, রমিজ মিয়া নামে তাহিরপুর থানায় কয়েকটি মামলা রয়েছে। তার নিহতের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×