মায়ের কাছে ক্ষমা চাইতে বলায় মাতবরকে ঘুসি মেরে হত্যা

প্রতীকী ছবি
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪ | ২১:৩৩
মায়ের কাছে ক্ষমা চাইতে বলায় ঘুসি মারে কবির হোসেন নামে এক যুবক। এতে প্রাণ গেছে সাবেক ইউপি সদস্য সুরুজ আলীর। মঙ্গলবার সকালে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, মাইজকান্দি গ্রামের রঞ্জন পাটোয়ারীর ছেলে কবির ও ছলেমান যৌথভাবে ৩৫ লাখ টাকা খরচ করে একটি ভবন নির্মাণ করেন। এতে কারও টাকা কম-বেশি খরচ হয়েছে বলে দুই ভাইয়ের মধ্যে হিসাব নিয়ে বিবাদ শুরু হয়। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে সালিশ বৈঠক বসে। সেখানে মাতবর হিসেবে ছিলেন সাবেক ইউপি সদস্য সুরুজ আলী (৭০)। সালিশে বিবাদ মীমাংসা করার সময় কবির উত্তেজিত হয়ে ওঠে এবং তার মাকে গালমন্দ করে। এ সময় কবিরকে মায়ের কাছে ক্ষমা চাইতে বলেন সুরুজ আলী। এতে ক্ষিপ্ত হয়ে সুরুজকে সজোরে ধাক্কা ও ঘুসি দেয় কবির। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রতিবেশী সলিম উল্লাহ পাটোয়ারীসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সুরুজ আলী নিঃসন্তান। তাঁর দুই স্ত্রী ও একজন পালিত ছেলে রয়েছে। পালিত ছেলে জিয়াউর রহমান বলেন, তাঁর বাবা শারীরিকভাবে অনেক দুর্বল। সালিশ বৈঠকে আসতে রাজি ছিলেন না। তারা অনেক অনুরোধ করায় তাঁর বাবা আসেন এবং মীমাংসা করার শেষ পর্যায়ে কবির তাঁর বাবাকে লক্ষ্য করে ঘুসি মারে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনও কেউ মামলা করেনি। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কবির।