ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

গ্রিণ শিপইয়ার্ড ও সেফটি ফাস্ট সেন্টার পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

গ্রিণ শিপইয়ার্ড ও সেফটি ফাস্ট সেন্টার পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

ছবি-সমকাল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ | ১৯:৩৯

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস চট্টগ্রামের সীতাকুণ্ডে পিএইচপি গ্রিণ শিপ ব্রেকিং ইয়ার্ড, এনজিও ইপসার সেফটি ফাস্ট সেন্টার ও স্ক্র্যাপ জাহাজের মেরিন পার্টস বিক্রির প্রতিষ্ঠান জাহানারা স্টোর পরিদর্শন করছেন।
  
মঙ্গলবার সকাল ১০টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের সমুদ্র উপকূলে অবস্থিত পিএইচপি গ্রিণ শিপ ইয়ার্ড পরিদর্শন শেষে হাফিজ জুট মিলের ভেতরে অবস্থিত ইপসার উদ্যোগে শ্রমিকদের নিরাপত্তা জনিত প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন করেন। সেফটি ফাস্ট ও প্রশিক্ষণ সেন্টার দেখে তিনি মুগ্ধ হন।

সীতাকুণ্ড উপজেলার মধ্যে দেড় শতাধিক শিপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে। তারমধ্যে ৪টি গ্রিণ শিপ ইয়ার্ডের সনদ পেয়েছেন। তিনি আশা করেন খুব দ্রুত বাকি শিপ ইয়র্ডগুলো গ্রিণ শিপ ইয়ার্ডের আওতায় আসবে।

এ সময় উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের পাবলিক রিলেশন অফিসার স্টিফেন ইভেলি, ইনফরমেশন অফিসার আশা বে, এবং প্রেস ও মিডিয়া কো-অর্ডিনেটর তারিকুল ইসলাম নাহিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইপসা'র প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নায়হানুল বারী, সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. সোলাইমান।

আরও পড়ুন

×