অনুমতি না নিয়ে প্রার্থী হওয়ায় পরিবারের সদস্যদের মারধর

ম্যাপ
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ | ০১:২০
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা করেছে পরিবারের সদস্যরা। পরিবারের মতামত না নিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে এ হামলা করা হয়েছে বলে জানা গেছে।
তবে ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনের অভিযোগ, অপর প্রার্থী তাঁর ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলী হোসেন বুধবার সকালে পশ্চিম জুড়ী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাড়ি থেকে জুড়ী আসছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাঁর চাচাত ভাই মুহিবুর রহমানের নেতৃত্বে সাইদুর রহমানসহ আরও কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। পরে এ ঘটনায় জুড়ী থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
আলী হোসেনের অভিযোগ, তাঁর প্রতিপক্ষ কিশোর রায় চৌধুরী মনির পক্ষে কাজ করছেন তাঁর চাচা, পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান আনফর আলী ও তাঁর পরিবারের সদস্যরা। কিশোর রায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাঁর ওপর হামলা চালানো হয়।
তবে আনফর আলী চেয়ারম্যানের ছেলে অভিযুক্ত সাইদুর রহমান জানান, পারিবারিক সমস্যা নিয়ে তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কোনো মারধর করা হয়নি।
- বিষয় :
- মৌলভীবাজার