ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

সরিষাবাড়িতে বৃষ্টির জন্য নামাজ

সরিষাবাড়িতে বৃষ্টির জন্য নামাজ

ছবি-সমকাল

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ | ১৮:০৬

দীর্ঘদিন ধরে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ, মরে যাচ্ছে গাছপালা ও জমির ফসল। এমন অবস্থা থেকে মুক্তি পেতে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির প্রার্থনায় জামালপুরের সরিষাবাড়িতে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর শহরের মহিলা কলেজ সংলগ্ন বাইতুল ফালাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তাপপ্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টি প্রার্থনায় বিশেষ দোয়া করেন বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা হাসান উজ্জামান।

এ বিষয়ে খতিব মাওলানা হাসান উজ্জামান বলেন, মানুষ, পশুপাখি, জমির ফসল সবকিছু অনাবৃষ্টি ও অতি খরায় ভুগছে। এ অবস্থা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টি প্রার্থনায় মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা এ বিশেষ নামাজ আদায় করলাম।

অপরদিকে একই সময়ে বৃষ্টি প্রার্থনায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় এ নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ দুটি নামাজে কয়েক শতাধিক মুসল্লি অংশ নেন।

আরও পড়ুন

×