ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

হাসপাতালে স্বাভাবিক প্রসব

চাপে ভাঙল নবজাতকের পা, দোষ হলো সূর্যগ্রহণের

চাপে ভাঙল নবজাতকের পা, দোষ হলো সূর্যগ্রহণের

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ | ২১:৪২ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ | ২১:৪২

কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের সময় নবজাতকের পায়ের হাড় ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। প্রসূতি সাদিয়া আক্তারের দাবি, ‘ডেলিভারির সময় জোর খাটাতে গিয়ে শিশুর পা ভেঙে ফেলেছেন হাসপাতালের কর্মীরা। এখন তারা বিষয়টি অস্বীকার করছেন। তাদের দাবি, সূর্যগ্রহণের কারণে এমনটি হয়েছে।’

গত সোমবার এ ঘটনা ঘটে। শিশুটি সাদিয়ার প্রথম সন্তান। তার বাম পায়ের ওপরের হাড়টির (ফিমার) মাঝখানে ভেঙে গেছে। দরিদ্র পরিবারটি এখন চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় আছে।

জানা যায়, সাদিয়ার বাড়ি নিকলী সদরের খালিসাহাটি গ্রামে। শিশুটির বাবা দরিদ্র কৃষক ইকবাল মিয়া। সাদিয়ার প্রসব বেদনা ওঠার পর নিকলী হাসপাতালে নিলে সোমবার সকাল সাড়ে ৯টায় স্বাভাবিক প্রসব করানো হয়। কিন্তু বেশি জোর খাটাতে গিয়ে শিশুটির বাঁ পায়ের ফিমারটি ভেঙে ফেলে স্বাস্থ্যকর্মীরা। শিশুটির অবস্থা বেগতিক হলে এক্স-রে করার পর হাড় ভেঙে ফেলার ঘটনা ধরা পড়ে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট স্টাফদের জানালে তারা দাবি করেন, সেদিন সূর্যগ্রহণ ছিল। সে কারণে এমনটি হয়েছে। 

পরে শিশুটিকে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে শিশুটিকে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিন জানান, হাড়ের দুই মাথা আলগা হয়ে যাওয়ায় প্লাস্টার করা জটিল। এ কারণে ময়মনসিংহে পাঠাতে হয়েছে।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. সজীব ঘোষকে ফোন করলে তিনি সমকালকে জানান, বিষয়টি এখনও জানেন না। কারা প্রসব করিয়েছেন, তাও জানা নেই তাঁর। তবে এ ব্যাপারে খোঁজ নেবেন।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন। শিশুটির জন্য যা করণীয়, তা করবেন।

আরও পড়ুন

×