খুলনায় স্বর্ণের ৭টি বারসহ একজন আটক
আটক মো. আবু কালাম। ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০২ মে ২০২৪ | ১৭:২৫ | আপডেট: ০২ মে ২০২৪ | ১৭:৩৪
খুলনা নগরীর সাচিবুনিয়া এলাকায় যাত্রীবাহী বাস থেকে স্বর্ণের ৭টি বারসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। বারগুলোর ওজন প্রায় ৭৫০ গ্রাম এবং মূল্য ৭০ লাখ টাকা।
আটক ওই ব্যক্তির নাম মো. আবু কালাম (৪৪)। তিনি ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মো. আলী আহমেদের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম সমকালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাসে স্বর্ণ চোরাচালান করা হচ্ছে। এরপর তারা বাসটি সাচিবুনিয়া মোড়ে থামিয়ে তল্লাশি করেন। এ সময় যাত্রী আবু কালামের পায়ের স্যান্ডেলের ভেতর থেকে স্বর্ণের ৭টি বার উদ্ধার করা হয়।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে আবু কালাম জানিয়েছেন, স্বর্ণের বারগুলো তিনি সাতক্ষীরার সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। প্রতি মাসে তিনি ৫ বা ৬ বার এভাবে স্বর্ণের বার নিয়ে যান। এবারই প্রথম ধরা পড়লেন। পাচার কাজে আর কে কে জড়িত, তা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় লবণচরা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ডেপুটি কমিশনার।
- বিষয় :
- খুলনা
- স্বর্ণের বার