ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

কালবৈশাখীর ঝড়

ঘরের ওপর উপড়ে পড়লো গাছ, মা-শিশু নিহত 

ঘরের ওপর উপড়ে পড়লো গাছ, মা-শিশু নিহত 

ঘরের ওপর উপড়ে পড়েছে একটি আম গাছ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৪ | ১৪:২৩ | আপডেট: ০৫ মে ২০২৪ | ১৪:২৫

কিশোরগঞ্জের করিমগঞ্জের নিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ের কবলে ঘরের ওপর একটি গাছ উপড়ে পড়েছে। এতে পাঁচ বছরের এক শিশুসহ ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারী মারা গেছেন। আহত হয়েছেন একজন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে হাজীপাড়া গ্রামের কৃষক আব্দুল কাইয়ুমের টিনের ঘরের ওপর একটি আম ও রঙ্গিলা গাছ উপড়ে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই কাইয়ুমের শিশুপুত্র তাইজুল ইসলাম মারা যায়। অন্তঃসত্ত্বা স্ত্রী রুপতারাকে (৪৫) পাশের আব্দুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় রুপতারার মা জুবেদা খাতুন (৬৫) সামান্য আহত হয়েছেন। 

তিনি জানান, এলাকায় ঝড় আতঙ্ক তৈরি হয়েছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। 

whatsapp follow image

আরও পড়ুন

×