ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯.১৩ শতাংশ, জিপিএ-৫ পেল ৬১৪৫

বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯.১৩ শতাংশ, জিপিএ-৫ পেল ৬১৪৫

ছবি: ফাইল

বরিশাল অফিস 

প্রকাশ: ১২ মে ২০২৪ | ১৩:১৯

বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ১৪৫ জন, গতবার ছিল ছয় হাজার ৩১১জন। গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ কমেছে। পাস করেছে ৭৮ হাজার ১৯৭ জন।

আজ রোববার সকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ফলাফল ঘোষণা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন। তিনি বলেন, তুলনামূলকভাবে ফলাফল ভালো হয়েছে। গত বছরের চেয়ে এ বছর ফলাফলে গুণগত পরিবর্তন হয়েছে।

তিনি এরও বলেন, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার ৮৭ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আগের বার পরীক্ষার্থী ছিল ৯০ হাজার ১৯৬ জন। এর মধ্যে ৮৯ দশমিক ১৩ শতাংশ পাস করে। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ১৪৫ জন, গতবার ছিল ছয় হাজার ৩১১জন। গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ কমেছে। পাস করেছে ৭৮ হাজার ১৯৭ জন।

whatsapp follow image

আরও পড়ুন

×