ইউপিডিএফের বিবৃতি
‘পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিলের চেষ্টা ষড়যন্ত্রের অংশ’
ছবি: সংগৃহীত
রাঙামাটি অফিস
প্রকাশ: ১২ মে ২০২৪ | ২৩:৪২
পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিলের চেষ্টাকে ‘গভীর ষড়যন্ত্রের অংশ’ বলেছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনটি এই আইন বাতিলের চেষ্টা বন্ধের দাবি জানিয়েছে।
রোববার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার সই করা বিবৃতিতে বলা হয়, শাসনবিধি সংশোধন তথা বাতিলের চেষ্টা পাহাড়ি জনগণের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রথাগত আইন মুছে দিয়ে তাদের অস্তিত্ব চিরতরে বিলুপ্ত করে দেওয়ার এক সুগভীর ষড়যন্ত্রের অংশ।
এতে আরও বলা হয়, কোনো সরকার এসব সংশোধনী আনার সময় পার্বত্য চট্টগ্রামের জনগণের মতামত নেওয়ার প্রয়োজন মনে করেনি। পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বহুবার সংশোধন করে পাহাড়ের জনগণের অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে এবং পাহাড়ে বহিরাগতদের প্রাধান্য, কর্তৃত্ব ও আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। ব্রিটিশ-প্রবর্তিত এ শাসনবিধি পুনরায় সংশোধনের মাধ্যমে কার্যত বাতিল ও অকার্যকর করা হলে পাহাড়ে ঐতিহ্যগত যৎসামান্য যে শাসনক্ষমতা রয়েছে, তাও ধসে পড়বে।