ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

উপজেলা নির্বাচন

প্রার্থিতা ফিরে পেলেন ওবায়দুল কাদেরের ভাই শাহদাত

প্রার্থিতা ফিরে পেলেন ওবায়দুল কাদেরের ভাই শাহদাত

শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৪ | ১৬:২৯

হাইকোর্টে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন। তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। 

মঙ্গলবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ শাহাদাত হোসেনের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।

এ বিষয়ে শাহাদাত হোসেন বলেন, ‘আমি যেন প্রার্থিতা ফিরে না পাই, এ জন্য ওপর মহল থেকে অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। তিন দিন আইনি লড়াই করে আজ প্রার্থিতা ফিরে পেয়েছি।’

গত ৫ মে যাচাই-বাছাইয়ে হলফনামায় ৪ মামলা ও সম্পত্তির বিবরণ না থাকায় শাহদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করেন নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ ইসমাঈল হোসেন। পরে তিনি নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট ও নোয়াখালী জেলা প্রশাসকের কাছে আপিল করেন। গত ৯ মে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান তার আপিল আবেদনটি খারিজ করে দেন। এরপর রোববার হাইকোর্টে আপিল করেন শাহাদাত হোসেন। 

আরও পড়ুন

×