নগর শুল্ক আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান চসিক মেয়র
ছবি- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ মে ২০২৪ | ২২:৪০
বন্দর ও কাস্টমস থেকে নগর শুল্ক আদায়ে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
বুধবার নগরীর টাইগারপাস সিটি করপোরেশন কার্যালয়ে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ সহায়তা চাওয়ার কথা জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) দেনামুক্ত করে প্রকৃত জনসেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ চলছে বলে জানান মেয়র। তিনি বলেন, ‘মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর দায়দেনা নিয়ে খুবই জটিল পরিস্থিতির সম্মুখীন হই। তবে কৃচ্ছ্রসাধন, অপচয় হ্রাসসহ বিভিন্ন কৌশল নিয়ে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার দেনা থেকে প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা শোধ করেছি। বর্তমানে চসিকের দেনার পরিমাণ ৪৪০ কোটি টাকা। বাকি দেনা শোধ করে চসিককে প্রকৃত জনসেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করতে বিভিন্ন আর্থিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
চসিকের আর্থিক সীমাবদ্ধতার কথা তুলে ধরে মেয়র বলেন, ‘শিক্ষা-স্বাস্থ্যসহ সিটি করপোরেশনের যে ব্যাপক কার্যক্রম, তা কেবল হোল্ডিং ট্যাক্সসহ অল্প কিছু খাতের আয় দিয়ে সম্পন্ন করা সম্ভব নয়। এজন্য বন্দরসহ বিভিন্ন খাত থেকে আয়ের ব্যবস্থা করতে হবে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিশু পার্ক ও খেলার মাঠ করে দেওয়া হবে প্রতিটি ওয়ার্ডে।’
চসিকের প্রধান নির্বাহী শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বাজেট নিয়ে মতামত দেন চবির অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্ত, দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা, চবির ফাইন্যান্স বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ড. সালেহ জহুর, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট উমর হাজ্জাজ, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার ও মোহাম্মদ এরাদত উল্লাহ। আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ।
- বিষয় :
- চট্টগ্রাম সিটি করপোরেশন
- চসিক মেয়র