সোনারগাঁ উপজেলা নির্বাচন
জনপ্রতিনিধিদের নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
প্রতীকী ছবি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৪ | ০৪:৪১ | আপডেট: ১৬ মে ২০২৪ | ০৪:৪৫
সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীকে সমর্থন না করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জনপ্রতিনিধিদের নিয়ে অপপ্রচার ও তাদের হত্যার হুমকির অভিযোগ উঠেছে প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। অভিযুক্তদের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম।
জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বী সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া প্রতীক) ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন বাবু (আনারস প্রতীক)। সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতারা বাবুর পক্ষে সমর্থন দিয়ে গণসংযোগে অংশ নেন। এতে ক্ষিপ্ত হয়ে কালামের কর্মী-সমর্থকরা ফেসবুকে ফেক আইডি খুলে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়।
এদিকে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারকে নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় উদ্ভবগঞ্জ এলাকায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম বলেন, কালামের কর্মী-সমর্থকরা তাঁকে ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছে।
উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান বলেন, সংসদ সদস্য কায়সারের বিরুদ্ধে তিনি কোনো বক্তব্য দেননি।
উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালাম বলেন, ফেসবুকে অপপ্রচারকারী তাঁর কর্মী-সমর্থক নয়।
সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান পিপিএম বলেন, ফেক আইডিগুলোর লিংক পুলিশের তথ্যপ্রযুক্তি বিভাগে পাঠানো হয়েছে। ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ