কুড়িয়ে পাওয়া গ্রেনেড নিয়ে খেলছিল শিশুরা

সীতাকুণ্ডের মহানগর এলাকার তমিজউদ্দিন সেরাং বাড়ির উঠানে পড়ে আছে গ্রেনেড সমকাল
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৪ | ২৩:০৮
পরিত্যক্ত গ্রেনেড নিয়ে বাড়ির উঠানে খেলছিল শিশুরা। তারা জানত না বস্তুটি কী। এ সময় দৃশ্যটি এক কিশোরের নজরে পড়লে সে ৯৯৯ নম্বরে কল দেয়। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি দল গ্রেনেডটি জব্দ করে।
গতকাল রোববার সকাল ১১টার দিকে গ্রেনেডটি পাওয়া যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকার তমিজউদ্দিন সেরাং বাড়ি উঠানে। গ্রেনেডটি পাওয়ার পর থেকে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করে। কেননা, এটি একটি অবিস্ফোরিত গ্রেনেড। যদি এটি বিস্ফোরিত হয় তাহলে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে কার্যক্রম শুরু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকার তমিজউদ্দিন সেরাং বাড়ির উঠানে কিছুদিন আগে বাড়ির পাশের একটি পুকুর খনন করে উঠানে মাটি দেয়। ওই খনন করা মাটির মধ্যে পাওয়া একটি গ্রেনেড নিয়ে খেলছিল শিশুরা। বিষয়টি স্থানীয় আরাফাত হোসেন সাব্বির নামে এক কিশোর দেখতে পেয়ে ৯৯৯-এ কল করে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল যায়। বিষয়টি বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। ইতোমধ্যে বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে রয়েছে। তারা পরীক্ষা করার আগে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়ের।
- বিষয় :
- গ্রেনেড হামলা