চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল যুবকের

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৭ মে ২০২৪ | ১১:০১
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন টেক্সটাইল আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে চন্দননগর বেলতলায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের কর্মকর্তা মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. কামরুজ্জামান জানান, সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে কাজ করছে।
এ ঘটনায় অন্য কেউ নিখোঁজ রয়েছে কি না তা তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
- বিষয় :
- দেয়াল চাপায় মৃত্যু
- দেয়াল ধসে মৃত্যু