ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

সিলেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মীদের ‘চাকরির মেলা’ অনুষ্ঠিত

সিলেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মীদের ‘চাকরির মেলা’ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪ | ১৭:৪৬

সিলেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মীদের ‘চাকরির মেলা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত এই চাকরি মেলায় তিন শতাধিক কমিউনিটি প্যারামেডিক চাকরি প্রার্থীর পাশাপাশ ১৫টি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা অংশ নেন। 

সুইসকন্টাক্ট বাংলাদেশ-এর সার্বিক তত্ত্বাবধানে, নোভারটিস ইন্টারন্যাশনালের অর্থায়নে এই মেলার আয়োজন করে সম্ভব জবস ও আস্থা টিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত। 

এই মেলার মূল উদ্দেশ্য ছিল সিলেটের স্বাস্থ্যসেবা কর্মীদের, বিশেষত কমিউনিটি প্যারামেডিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

এসএসসি পাশের পর, সফলভাবে দুই বছরের পূর্ণ মেয়াদী ‘কমিউনিটি প্যারামেডিক কোর্সের আওতায় যেসব শিক্ষার্থীরা কোন স্বনামধন্য হাসপাতাল থেকে ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করেন তাদেরকে কমিউনিটি প্যারামেডিক বলা হয়। বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল কমিউনিটি প্যারামেডিক কোর্সটির সার্বিক তত্ত্বাবধায়ন করে। কোর্সটি সম্পন্ন করার পর, নিজ উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি কমিউনিটি প্যারামেডিকগণ স্থানীয় পর্যায়ে সরকারী স্বাস্থ্য কার্যক্রমের সাথেও সম্পৃক্ত থাকেন। কোভিড-১৯ প্রকোপের সময় কমিউনিটি প্যারামেডিকগণ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে স্বেচ্ছায় এবং স্বপ্রণোদিত ভাবে স্বাস্থ্যসেবা প্রদান করেছন। এছাড়াও বিভিন্ন দুর্যোগ মোকাবেলা, টিকা দান কর্মসূচীসহ বিভিন্ন দিন উদযাপনেও অংশগ্রহণ করে থাকেন।
  
এ মেলায় উপস্থিত কমিউনিটি প্যারামেডিক চাকরি প্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পান। পাশাপাশি সম্ভব জবস এর এই উদ্যোগের ফলে দেশের স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ তাদের প্রয়োজনীয় দক্ষ ও অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করার একটি মাধ্যম পান।
 
ডাঃ জন্মেজয় দত্ত বলেন, ‘স্বাস্থ্য খাতে বাংলাদেশ এগিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় দেখা যায় অনেক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান অদক্ষ কর্মীদের নিয়োগ করে। আমি মনে করি এ সকল প্রতিষ্ঠান যদি দক্ষ কমিউনিটি প্যারামেডিকদের নিয়োগ দেয় তাহলে সাধারণ মানুষ আরও উন্নত সেবা পাবেন। এই চাকরির মেলা একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, স্বাস্থ্য খাতে চাকরি প্রার্থী ও চাকরি দাতার মধ্যে সংযোগ স্থাপনের জন্য।’

মেলায় অংশগ্রহণকারী চাকরি প্রদানকারী প্রতিষ্ঠানগুলো- বিশেষ করে শক্তি ফাউন্ডেশন, মেরিস্টোপ্স, ইম্পেরিয়াল হাসপাতাল, এসএসকেএস, এফপিএভি, নরল্যান্ড মেলার সার্বিক ব্যাবস্থাপনায় সন্তুষ্ট ছিলেন এবং তারা মেলাটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করেন। 

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো থেকে এসএসকেএস এর নির্বাহী বলেন, ‘আমরা এর আগেও কমিউনিটি প্যারামেডিক নিয়োগ করেছি। তবে এই উদ্যোগটি আমাদের জন্য প্রক্রিয়াটিকে সহজ করেছে। ৩ জন কমিউনিটি প্যারামেডিক আমাদের প্রতিষ্ঠানে কাজ করছে এবং তারা অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে সেবা প্রদান করছে। আমরা কমিউনিটি প্যারামেডিকস সম্পর্কে খুব আশাবাদী।’
  
সুইসকন্টাক্ট বাংলাদেশের আস্থা টিমের টিম লিডার, ফারজানা আমিন মেলাটির আয়োজনে সম্ভব জবসের সাথে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, ‘এই মেলাটির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা ক্ষেত্রের উন্নয়নে অবদান রাখতে পেরে আমরা গর্বিত।’

আরও পড়ুন

×