ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

উপজেলা নির্বাচন: সেন্টমার্টিনে ভোটগ্রহণ স্থগিত

উপজেলা নির্বাচন: সেন্টমার্টিনে ভোটগ্রহণ স্থগিত

ছবি: সমকাল

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৪ | ০০:৩৫ | আপডেট: ২৯ মে ২০২৪ | ০০:৫৭

বৈরী আবহাওয়ার কারণে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে না পারায় টেকনাফ উপজেলা পরিষদের অন্তর্গত সেন্টমার্টিন ইউনিয়নের ৬০নং জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের (পরিচালক-২) উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে উপজেলার বাকি ৫৯ কেন্দ্রে আগামীকাল বুধবার যথাসময়ে ভোট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা পরিষদের সেন্টমার্টিন ইউনিয়নের ৬০নং জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সকল পদের ভোটগ্রহণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

এতে আরও বলা হয়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে পদ্ধতিগতভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে স্থানীয়ভাবে গণবিজ্ঞপ্তি প্রচার এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তৃতীয় ধাপের তপশিল অনুযায়ী আগামীকাল বুধবার টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ হলেও দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ইউনিয়নে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোটের সরঞ্জাম পাঠানো সম্ভব হয়নি। পৌঁছাতে পারেননি ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও।

রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন পাটওয়ারী সমকালকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ভোটের সরঞ্জাম দ্বীপে পাঠানো যায়নি। ভোটগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও সেখানে পৌঁছতে পারেননি। তাই কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে উপজেলার বাকি ৫৯টি কেন্দ্রে সব সরঞ্জাম পৌঁছে গেছে। এসব কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সেন্টমার্টিনের একমাত্র ভোটকেন্দ্র ৬০নং জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রের মোট ভোটার ৩৭১৩ জন। এর মধ্যে পুরুষ ১৮৫৮ জন এবং নারী ভোটার ১৮৫৫ জন।

আরও পড়ুন

×