রানওয়েতে বিমানের চাকা বিকল, ফ্লাইট বন্ধ ৫ ঘণ্টা

ফাইল ছবি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২৪ | ০৩:০৭
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর সামনের চাকা বিকল হয়ে যায়। বিমানটি থেমে যাওয়ার কারণে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা। এতে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সব ফ্লাইট চলাচল বন্ধ ছিল। পরে অচল বিমানটি পার্কিংয়ে নেওয়ার পর বিমান চলাচল শুরু হয়।
বিমানবন্দর সূত্র জানায়, গতকাল সকাল ৮টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। রানওয়ের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাওয়ার সময় বিমানটির সামনের চাকায় ত্রুটি দেখা দেয়। এতে বিমানটির চাকা রানওয়ের বাইরে চলে যায় এবং বিমানটি থেমে যায়। অল্পের জন্য রক্ষা পান বিমানে থাকা ৬০ যাত্রী।
পরে সৈয়দপুর সেনানিবাসের সেনাসদস্যদের সহায়তায় দ্রুত বিমানটি রানওয়ে থেকে নিরাপদ স্থানে সরানো হয়। এর পর দুপুর দেড়টায় ইউএস-বাংলার একটি ফ্লাইট অবতরণের মাধ্যমে বিমান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার বৈরী আবহাওয়ার কারণে দুপুর ২টা থেকে বিমান চলাচল বন্ধ ছিল। ফলে পাঁচটি ফ্লাইট বাতিল করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, সকালে ফ্লাইটে ত্রুটির কারণে বিমান চলাচল সাময়িক ব্যাহত হলেও দুপুর দেড়টার দিকে চলাচল স্বাভাবিক হয়।