ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

ছুরিসহ ভোটকেন্দ্রে বিএনপি নেতার এজেন্ট, ৬ মাসের কারাদণ্ড

ছুরিসহ ভোটকেন্দ্রে বিএনপি নেতার এজেন্ট, ৬ মাসের কারাদণ্ড

প্রতীকী ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৪ | ১৩:০৭

সুনামগঞ্জের দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক এজেন্টকে ছুরিসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আজ বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হালিম উদ্দিন আটক এজেন্ট মাসুক মিয়াকে ৬ মাসের কারাদণ্ড দেন।

মাসুক বহিষ্কৃত বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েলের দোয়াত-কলম প্রতীকের এজেন্ট।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ছুরিসহ কেন্দ্রে যান এজেন্ট মাসুক মিয়া (৪৫)। এ সময় তাকে আটক করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হালিম উদ্দিন। পরে তাকে কারাদণ্ড দেওয়া হয়। মাসুক দোয়ারাবাজারের মুরাদপুর গ্রামের গুলফর মিয়ার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস বলেন, দোয়াত-কলমের এজেন্ট মাসুক মিয়াকে ছুরিসহ আটকের পর কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন

×