বিয়ানীবাজারে ব্যালট ছিনতাই সংঘর্ষ, আটক ৩

পুলিশের হাতে আটক একজন
সিলেট ব্যুরো ও বিয়ানীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২৪ | ১৪:২৪ | আপডেট: ২৯ মে ২০২৪ | ১৪:২৯
উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের বিয়ানীবাজারে একটি কেন্দ্রে সংঘর্ষ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়। ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে আটক করা হয়েছে তিনজনকে। বুধবার বিয়ানীবাজার উপজেলার পৌরসভার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর বেলা দেড়টার দিকে আবার ভোটগ্রহন শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার।
উপজেলার ৮৯টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার পর কয়েকটি কেন্দ্রে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পৌরসভার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পুরুষ ও মহিলা কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুপুর ১২টার দিকে মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকদের সঙ্গে হেলিকপ্টার ও টেলিফোন প্রতীকের কর্মী-সমর্থকদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বুথ থেকে তিন থেকে চারটি ব্যালট পেপার ও কয়েকটি সিল ছিনতাই করে। বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট ছিনতাইসহ অন্যান্য অভিযোগে পুলিশ কেন্দ্রের ভেতর থেকে ৩ জনকে আটক করেছে। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভোট গ্রহণ সাময়িক স্থগিত করেন। পরে পৌনে ২টার দিকে আবার ভোটগ্রহণ শুরু করা হয়।
চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী গৌছ উদ্দিনের নিজ এলাকার কেন্দ্র হওয়ায় তার কর্মী সমর্থকরা দুই ঘন্টায় ৮শ ভোট দিয়েছেন।
ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে সিলেট বিভাগের ১০ উপজেলায় ভোট চলছে আজ। অধিকাংশ উপজেলায় ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। বৈরী আবহাওয়ার জন্য ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
- বিষয় :
- উপজেলা নির্বাচন
- সিলেট