ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

হাত-পা বেঁধে শিশুকে ধর্ষণ দুই প্রতিবেশীর

হাত-পা বেঁধে শিশুকে ধর্ষণ দুই প্রতিবেশীর

ছবি: প্রতীকী

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

প্রকাশ: ২৯ মে ২০২৪ | ১৯:৫৫

মেয়ে শিশুটির বয়স সবে চার বছর। পৃথিবীর বাস্তবতা বোঝার বয়স হয়ে ওঠেনি এখনও। হকার বাবার আদরমাখা পরশ নিয়ে বেড়ে উঠছে। এরই মধ্যে প্রতিবেশীর বাড়িতে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি মেয়েটি। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের খেমিরদিয়ার একটি পাড়ায় ঘটে ন্যক্কারজনক এ ঘটনা। দুর্বৃত্তরা ধর্ষণের আগে হাত-পা বেঁধে মুখে টেপও পেঁচিয়ে নেয়। এ ঘটনায় পুরো এলাকায় আলোড়ন তৈরি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ধর্ষণে অভিযুক্তদের বিচার দাবি করেছেন লোকজন।

মেয়েটির বাবা স্থানীয় বাজারে হকারি করেন। তিনি জানান, সন্ধ্যার পর বাজার থেকে বাড়ি ফিরে মেয়েকে কোলে নেন। সঙ্গে সঙ্গে হাউমাউ করে তলপেটে ব্যথার কথা জানায় সে। এ সময় প্রতিবেশী রেজাউল ও খোকনের নাম জানিয়ে নির্যাতনের যে বর্ণনা দেয়, তাতে হতভম্ব হয়ে পড়েন বাবা। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি ভাই হকার মানুষ। কারও সঙ্গে শত্রুতা নাই। কেন তারা আমার এই ক্ষতি করল?’ এমন ঘটনা যেন সমাজে আর না ঘটে, এ জন্য দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেলে সমবয়সী ছেলেমেয়ের সঙ্গে শিশুটি বাড়ির সামনে খেলছিল। প্রতিবেশী রেজাউলের (৪২) ঘর থেকে উচ্চশব্দে টিভির শব্দ শুনে কৌতূহলে সেখানে যায় সে। সঙ্গে সঙ্গে রেজাউল ও খোকন (৩৭) মেয়েটিকে আটকে হাত-পা বেঁধে ফেলে। পরে মুখে টেপ পেঁচিয়ে উচ্চস্বরে গান চালিয়ে ধর্ষণ করে। এ সময় কাউকে ঘটনা জানালে খারাপ পরিণতির ভয়ও দেখানো হয় শিশুটিকে। প্রতিবেশী এক নারীর সহায়তায় আত্মীয়স্বজন মেয়েটিকে উদ্ধার করেন।

সন্ধ্যার পর বাবা এসে ঘটনা সব শোনেন। রাত সাড়ে ৯টার দিকে মেয়েকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়ার তথ্য জানান ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছেন।

এ ঘটনায় প্রধান সন্দেহভাজন রেজাউলকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুর রহমান বলেন, ‘আমরা ধর্ষকের কক্ষ থেকে কালো টেপ ও হাত বাঁধার ওড়না উদ্ধার করেছি। রেজাউলের স্বীকারোক্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। রেজাউলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’


 

আরও পড়ুন

×