মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে রনিকে হত্যা, গ্রেপ্তার ৩

ছবি- সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৯ মে ২০২৪ | ২০:৪০
মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকায় রনি সরদার নামে এক যুবককে মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। গতকাল রাতেই অভিযান চালিয়ে পুলিশ হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো নগরীর মতিয়াখালি সড়কের বাবুল শেখের ছেলে নয়ন শেখ, শিপইয়ার্ড এলাকার ফরহাদ মৃধার ছেলে মিরাজ মৃধা ও সিমেন্ট ফ্যাক্টরি সড়কের খোকন হাওলাদারের ছেলে জসিম হাওলাদার। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, দুটি ছুরি ও কিছু গাঁজা জব্দ করা হয়েছে।
এ নিয়ে বুধবার খুলনা সদর থানায় প্রেস ব্রিফিং করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় রনি খুনের পর খুলনা সদর থানা ও ডিবি পুলিশের দুটি টিম অভিযানে নামে। রাতেই তারা নগরীর বিভিন্ন স্থান থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে। হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকের টাকার ভাগ নিয়ে টুটপাড়া এলাকার মাদক কারবারিদের সঙ্গে রনির দ্বন্দ্ব ছিল। একপর্যায়ে রনিকে হত্যার পরিকল্পনা করে মাদক কারবারিরা। তারা রনিকে কৌশলে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে।
ডেপুটি কমিশনার জানান, হত্যায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নয়নের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ খুলনা থানায় চারটি ও মিরাজ মৃধার বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে।
রনির মা মমতাজ বেগম খুলনা সদর থানায় হত্যা মামলা করেন। এজাহারে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
খুলনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডু মামলাটির তদন্ত করছেন। এদিকে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় খুলনা সদর থানায় অস্ত্র আইনেও মামলা হয়েছে।
- বিষয় :
- মাদক
- দ্বন্দ্ব
- হত্যা
- হত্যার রহস্য উদ্ঘাটন
- গ্রেপ্তার