ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

পবা উপজেলা নির্বাচন

‘আপনার ভোট হয়ে গেছে চলে যান’

‘আপনার ভোট হয়ে গেছে চলে যান’

ছবি: সংগৃহীত

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৯ মে ২০২৪ | ২২:২৬

বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতার মধ্য দিয়ে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলা নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পবার পারিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে না দিতে পারার অভিযোগ করেছেন রাজেনা বেগম নামে এক নারী। তাঁর অভিযোগ, কেন্দ্রে এসে দেখেন তাঁর ভোটটি অন্য কেউ দিয়ে দিয়েছে।

উপজেলার সাজিপাড়া গ্রামের রাজেনা বেগম অভিযোগ করে বলেন, ‘আমি কেন্দ্রে ভোট দিতে এসেছি। ঘরের ভেতরে যারা কাগজ লিখেছে, তারা বলছে, আপনার ভোট হয়ে গেছে। চলে যান। আমি বললাম, আমি তো ভোট দিইনি, আমার ভোট কে দিল?’

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, আমার কাছে কেউ অভিযোগ করেনি। এমন কোনো ঘটনা ঘটার কথা নয়।


 

আরও পড়ুন

×