ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ধারালো অস্ত্র নিয়ে ভোটকক্ষে, এজেন্টের কারাদণ্ড

ধারালো অস্ত্র নিয়ে ভোটকক্ষে, এজেন্টের কারাদণ্ড

ছবি- সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৪ | ২২:৫৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোটকক্ষ থেকে এক এজেন্টকে আটকের পর কারাদণ্ড দেওয়া হয়েছে। ধারালো অস্ত্রসহ ভোটকক্ষে প্রবেশ করায় মাসুক মিয়া নামে ওই এজেন্টকে ছয় মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মাসুক মিয়া দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম জুয়েলের এজেন্ট। তিনি দোয়ারাবাজারের মুরাদপুর গ্রামের গুলফর মিয়ার ছেলে। আরিফুল ইসলাম সুনামগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত নেতা।

বুধবার সকালে ভোটকেন্দ্রটির ৭ নম্বর কক্ষ থেকে মাসুক মিয়াকে আটকের পর জেল-জরিমানা করেন সংক্ষিপ্ত বিচারিক আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হালিম।

দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, ভোট গ্রহণ শুরুর কিছু সময় পর অভিযুক্ত মাসুক মিয়া ভোটকক্ষের ভেতরে থাকা অন্য এজেন্টদের ধারালো অস্ত্র বের করে ভয় দেখান।

এক পর্যায়ে ওই কক্ষে পরিদর্শনে আসেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আবদুল হালিম। এ সময় মাসুকের ব্যাপারে অভিযোগ দেন তারা।

এদিকে তাঁকে আটকের পর শরীর তল্লাশি করে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন

×