নিখোঁজ কৃষকের গলাকাটা লাশ সড়কের পাশে

চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নের কালী ভান্ডারদহের পীরতলা মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৪ | ১৯:০৮
চুয়াডাঙ্গায় নিখোঁজ হওয়ার পরদিন এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। তাঁর নাম আবদুর রাজ্জাক ওরফে রাজাই শেখ (৪৫)। শনিবার সকালে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের কালী ভান্ডারদহের পীরতলা মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
রাজাই শেখ পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের বেছের আলীর ছেলে। স্বজনের বরাতে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে আর ফেরেননি। শনিবার সকাল ১০টার দিকে কালী ভান্ডারদহ গ্রামের কৃষকরা মাঠে যাওয়ার সময় সড়কের পাশে রাজাই শেখের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। তাদের থেকে সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পদ্মবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলম মণ্ডলের ভাষ্য, কৃষিকাজের পাশাপাশি রাজাই শেখ কবিরাজি করতেন। কী কারণে হত্যার শিকার হয়েছেন, তা জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, রাতের কোনো সময় তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।
- বিষয় :
- চুয়াডাঙ্গা
- কৃষক
- মরদেহ উদ্ধার
- নিখোঁজ