বন্যায় ডুবে যাওয়া সড়কে টিকটকারদের উপদ্রব, পুলিশ মোতায়েন

বড়লেখার দাসেরবাজার-কাননোগাবাজার সড়কে টিকটকারদের ভিড়। ছবি: সমকাল
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৪ | ১৯:৫১
মৌলভীবাজারের বড়লেখার দাসেরবাজার-কাননোগাবাজার সড়কের কয়েকটি স্থান বন্যার পানিতে তলিয়ে গেছে। গত ক’দিন ধরে ওই সড়কটিতে উপদ্রব দেখা দিয়েছে টিকটকারদের। এতে সড়কটিতে ভিড় সৃষ্টি হয়ে চলাচল ব্যাহত হচ্ছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী বন্যাকবলিত এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছেন। এতে এলাকায় ক্ষোভ সৃষ্টি হওয়ায় টিকটকারদের উপদ্রব বন্ধে ওই সড়কে পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাসেরবাজার ইউনিয়নের দাসেরবাজার-কাননোগাবাজার সড়কের দুই পাশে সারি সারি খেজুর গাছ রয়েছে। খেজুর গাছগুলো সড়কটির সৌর্ন্দয বাড়িয়ে তুলেছে। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে সেখানে মানুষ ঘুরতে আসেন। অনেকের কাছে সড়কটি ‘দুবাই’ সড়ক হিসেবে পরিচিতি পেয়েছে। সাম্প্রতিক ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বাড়িঘর ও রাস্তাঘাট ডুবে গেছে। বন্যায় দাসেরবাজার-কাননোগাবাজার সড়কের বিভিন্ন স্থানে পানি উঠেছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বন্যার পানি দেখতে ওই সড়কটিতে ভিড় করছেন অনেকে। অনেকে মোবাইল ফোনে বিভিন্ন দৃশ্য ভিডিও করছেন। বিশেষ করে মোটরসাইকেলে আসা কিশোর ও তরুণ টিকটকারের উপস্থিতি ব্যাপক বেড়েছে। এলাকাবাসীর অভিযোগ পেয়ে টিকটকারদের উপদ্রব ঠেকাতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ সোমবার সরেজমিন দেখা গেছে, দাসেরবাজার-কাননোগাবাজার সড়কের কয়েকটি স্থান এখনও বন্যার পানিতে তলিয়ে রয়েছে। সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘুরতে আসা কিশোর-তরুণদের সড়ক থেকে সরে যেতে বলছেন। কারও আবার মোটরসাইকেলের কাগজ যাচাই করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন টিকটকার জানান, তারা বন্যাকবলিত এলাকার ছবি-ভিডিও অনলাইনে দিয়ে মানুষের দুর্দশার চিত্র সবাইকে দেখাচ্ছেন। তাদের দাবি, এটা দোষের কিছু নয়।
স্থানীয় লোকজনের ভাষ্য, সড়কে বন্যার পানির কারণে তাদের চলাচলে কষ্ট হচ্ছে। সড়কে টিকটকার ও অযথা ঘুরতে আসা মানুষের ভিড় বেড়েছে। এতে যানবাহন ও নৌকাচালকরা বেশি ভাড়া চাইছেন। তাদের কারণে বেশি ভাড়া দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে দুর্গতরা।
বড়লেখা থানার উপপরিদর্শক মাসুদ পারভেজ সমকাল বলেন, সড়কটিতে কেউ কেই বন্যার পানি দেখতে এসেছিলেন। কেউ কেউ টিকটক ভিডিও করতে এসেছিলেন। এতে ছোট সড়কটিতে ভিড় সৃষ্টি হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছিল। খবর পেয়ে সেখানে অকারণে ঘুরতে আসা লোকজনদের সরিয়ে দিয়েছে পুলিশ।
- বিষয় :
- বন্যা
- টিকটক
- মৌলভীবাজার