বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

প্রতীকী ছবি
কিশোরগঞ্জ ও বাজিতপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৪ | ১৮:২৯
কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। আজ শুক্রবার সকালে মোটরসাইকেলে হাওরে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
মৃত ওই পর্যটকের নাম ইয়াছিন হাসান (১৮)। তিনি গাজীপুরের কাপাশিয়া উপজেলার করগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আহত দুইজন হলেন একই এলাকার মাসুদ মিয়ার ছেলে সানজিদ (১৯) ও আকবর আলীর ছেলে সিফাত (১৮)।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুর্শেদ জামান জানান, আজ শুক্রবার সকালে ইয়াছিন হাসান, সানজিদ ও সিফাত বাজিতপুর পৌরসভা থেকে মোটরসাইকেলে করে হাওর পরিদর্শনে যাচ্ছিলেন। পথে পৈলানপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি টমটম তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ইয়াছিন হাসান মারা যান। আহত হন সানজিদ ও সিফাত। তাদের দু’জনকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- সড়ক দুর্ঘটনা
- সড়কে মৃত্যু