বাল্যবিয়ে বন্ধের শপথ নিল ৩০০ ছাত্রী
১০৯৮, ১০৯ ও ৯৯৯ নম্বরে ফোন করার পরামর্শ

শপথ পাঠ করান খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। ছবি: সংগৃহীত
খুলনা ব্যুরো
প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ০৩:০৬
বাল্যবিয়ে বন্ধের শপথ নিয়েছে খুলনার হাজী ফয়েজউদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থী। গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ে ‘বাল্যবিবাহ নিরোধ ঘণ্টা’ বিষয়ক সচেতনতামূলক সভায় শিক্ষার্থীদের শপথ পড়ানো হয়। খুলনা মহিলাবিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, বাল্যবিয়েকে না বলতে হবে এবং সামাজিকভাবে বয়কট করতে হবে। বাল্যবিয়ে দণ্ডনীয় অপরাধ এবং ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। সরকার এটি বন্ধে আইন করেছে। আইন অনুযায়ী পুরুষের ২১ ও নারীর ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে করা যাবে না। বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের কঠোর অবস্থানে থাকতে হবে। ১০৯৮, ১০৯ ও ৯৯৯ নম্বরে ফোন করে বাল্যবিয়ে বন্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। খুলনা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনার সভাপতিত্বে অনুষ্ঠানে হাজী ফয়েজউদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার বৈরাগী, জনউদ্যোগ নারী সেলের আহ্বায়ক শামীমা সুলতানা শীলু উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী।