ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

দুর্ঘটনাস্থলে পুলিশের উদ্ধার তৎপরতা

নরসিংদী প্রতিনিধি 

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪ | ১০:২২ | আপডেট: ০৮ জুলাই ২০২৪ | ১১:৩৪

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছে। সোমবার সকালে নরসিংদীর মেসিকান্দা স্টেশনের আউটার লাইনে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন মেথিকান্দা স্টেশন মাস্টার আশরাত আলী।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লাহ জানিয়েছেন, সকাল ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল চিটাগাং মেইল ট্রেন। এ সময় ট্রেনে কাটা পড়ে তারা নিহত হন। তারা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্তের চেষ্টা করে। নিহতদের সকলেই পুরুষ। তাদের বয়স ২০-৩২ বছরের মধ্যে। 

তবে তারা কীভাবে ট্রেনে কাটা পড়েছেন সে বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।

আরও পড়ুন

×