ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

শেরপুরে আওয়ামী লীগ নেতার দখলে থাকা জমি উদ্ধার

শেরপুরে আওয়ামী লীগ নেতার দখলে থাকা জমি উদ্ধার

নালিতাবাড়ীতে আওয়ামী লীগের এক নেতার দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪ | ২১:৩৯ | আপডেট: ০৮ জুলাই ২০২৪ | ২১:৪৩

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের এক নেতার দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। আজ সোমবার দুপুরে পৌরশহরের নয়ানিকান্দা গরুহাটি এলাকায় নালিতাবাড়ী-নকলা মহাসড়ক সংলগ্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

জানা যায়, পৌরশহরের অদূরে নয়ানিকান্দা গরুহাটি বাইপাস মহাসড়কের পূর্ব পাশে সেতুর পাশ ঘেঁষে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে মাটি ভরাট করে স্থাপনা তৈরি করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাকিজুল ইসলাম। চলতি বর্ষা মৌসুমে ভরাটকৃত জমির উজানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। এতে উজানে থাকা প্রায় একশ’ একর জমিতে আমন ধানের আবাদ নিয়ে শঙ্কায় পড়েন কৃষকরা।

সম্প্রতি এলাকার কয়েকজন ব্যক্তি কৃষকদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাটকৃত সরকারি জমি উদ্ধারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় শ্রমিক ও এক্সেভেটর দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার পাশাপাশি ভরাটকৃত জমি খনন করে পানি চলাচলের ব্যবস্থা করা হয়। অভিযানকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোশারফ হোসেন, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তাকিজুল ইসলাম তারা জানান, তাঁর জমির সামনে যে জায়গাটুকু রয়েছে তা সড়ক ও জনপথ বিভাগের। স্বাভাবিকভাবেই ব্যক্তিগত জমির সামনের সরকারি জায়গা অনেকেই ব্যবহার করেন। এই জায়গা সরকারের প্রয়োজনে যে কোনো সময় চাইলে নিতে পারে। কাজেই এ নিয়ে আমার কোনো আপত্তি বা অভিযোগ নেই।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, নালিতাবাড়ী পৌরসভাধীন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছিল। এর ফলে মানুষ দুর্ভোগে পড়েছিল এবং কৃষি জমিতে জলাবদ্ধতা তৈরি হচ্ছিল। বিষয়টি নিয়ে অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। 


 

আরও পড়ুন

×