খুলনায় যুবলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

আল আমিন (ছবি- সংগৃহীত)
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ০৬:২৫
খুলনা নগরীর ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকায় এ ঘটনা ঘটে।
খুলনা সদর থানার ওসি কামাল হোসেন খান জানান, রাতে আল আমিনকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আল আমিনের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ ১০টি মামলা রয়েছে। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।
- বিষয় :
- খুলনা
- যুবলীগ
- কুপিয়ে হত্যা