কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার
ভারতে পাচারকালে নয়টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করে বিজিবি সদস্যরা
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ২০:৩৩
বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারকালে নয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মনোয়ার হোসেন নামে এক পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা। মনোয়ার দৌলতপুর গ্রামের মৃত মো. রবিউল হোসেনের ছেলে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার বলেন, গোপন সূত্রে স্বর্ণ পাচারের খবর পেয়ে দৌলতপুর বিওপির একটি টহল দল সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে ধগলীর মাঠ নামক স্থানে অবস্থান নেয়। মঙ্গলবার সকালে দৌলতপুর থেকে ধগলীর মাঠ সীমান্ত অভিমুখে এক ব্যক্তিকে আসতে দেখে তাকে আটক করে জিঙ্গাসাবাদ করে বিজিবি সদস্যরা। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে এক কেজি ৬৮ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি নয় লাখ টাকা। পরে উদ্ধার করা স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে পাঠানো হয়। আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- স্বর্ণের বার
- উদ্ধার
- আটক
- দৌলতপুর
- যশোর